বিরল উপজেলার তালিকাভূক্ত কৃষকদের নিকট হতে সরাসরি ধান ক্রয়ের নিমিত্তে উপজেলা পরিষদ হলরুমে লটারী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে লটারী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবীর, উপজেলা খাদ্য কর্মকর্তা হামানুর রহমান সরকার, কৃষি করমকর্তা কৃষিবিদ মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান লিজা, প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ¦ মাওঃ মোঃ মনসুর আলী, আজিমপুর ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল, শহরগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুর রহমান মুরাদ, ভান্ডারা ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ, মঙ্গলপুর ইউপি চেয়ারম্যান সেরাজুল ইসলাম, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, বিরল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমূখ।
পরে উপস্থিত অতিথিবৃন্দ উপজেরার তালিকাভূক্ত কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবগেৃর উপস্থিতিতে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচিত করেন।