১৪ মাস আগে পিতা-মাতার কোল জুড়ে পৃথিবীতে এসেছিল সিনথিয়া। তখন কে বা জানতো হাসির পরিবর্তে এই শিশুই হবে পিতা-মাতার দুঃখের কারণ। তাকে নিয়ে বাড়বে তাদের দু:চিন্তা, ফুরাবে না চোখের পানি। ফুটফুটে কন্যা শিশুটিকে ঘিরে যখন স্বপ্ন বুনতে লাগলেন পিতা-মাতা, ঠিক তখন বিনা মেঘে বজ্রপাতের মত খবরটি আসল তাদের কাছে। চিকিৎসরা জানিয়েছেন সিনথিয়ার হার্ট ছিদ্র। চিকিৎসা না পেলে যে কোন সময় এই পৃথিবী ছেড়ে অকালে চলে যেতে হবে তাকে।
জানাযায়, মণিরামপুর উপজেলার কোদলাপাড়া গ্রামের রেজাউল রহমান ও সারমিন নাহার দম্পতির দুই সন্তানের মধ্যে সিনথিয়া ছোট। বড় ছেলে ইমরুল কায়েস ইমন স্থানীয় পলাশী আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। সিনথিয়ার জন্মের একমাস পরে স্বজনরা জানতে পারেন তার হার্ট ছিদ্র। হতদরিদ্র প্রথমে পল্লী চিকিৎসক সাধ্যমত চেষ্টা করেছেন মেয়েকে চিকিৎসা করাতে। এখন চার শতক ভিটে মাটি ছাড়া কিছুই নেই তার।
চিকিৎসকরা বলছেন, অপারেশন করালে হয়তো শিশুটি বেঁচে যাবে। সে ক্ষেত্রে অপারেশনে ব্যয় হবে পাঁচ লাখ টাকা। এত টাকা কোথায় পাবেন সেটা ভেবে হতাশ হয়ে পড়েছেন সিনথিয়ার পিতা-মাতা। মেয়েকে বাঁচাতে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিত্তবানদের দারস্ত হয়ে বরাবরই তারা ফিরেছেন খালি হাতে। কিভাবে হবে মেয়ের চিকিৎসা, কে দেবে এত টাকা এসব ভেবে দুই চোখের পানি ফেলা ছাড়া কোন উপায় নেই হতদরিদ্র পরিবারটির।
শিশুর পিতা রেজাউল রহমান বলেন, জন্মের পর থেকে শ^াসকষ্ট হচ্ছিল মেয়েটার। সব সময় কান্নাকাটি করত। একমাস পরে যশোরে একটি ক্লিনিকে পরীক্ষা করিয়ে জানতে পারি ওর হার্টে ছিদ্র। কয়েকটি রিপোর্ট করিয়েছি,সবটায় একই কথা বলেছে। এখন মেয়েটিকে যশোর মেডিকেল কলেজের শিক্ষক হার্ট স্পেশিয়ালিস্ট ডা. মুস্তাফিজুর রহমানকে দেখাচ্ছি। ডাক্তার যে ওষুধ লিখেছে, তা খাওয়ালে রোগ দমন হয়ে থাকছে। ওষুধ বন্ধ হলে আবার শ^াসকষ্ট শুরু হচ্ছে। ডাক্তার বলেছেন, ঢাকায় নিয়ে অপারেশন করাতে হবে। তাতে পাঁচ লাখ টাকা লাগবে। যতদ্রুত সম্ভব অপারেশন করাতে বলেছেন,নয়ত মেয়ে আমার ছটফট করে মারা যাবে।
রেজাউল আরও বলেন, চার শতক ভিটেমাটি ছাড়া কিছুই নেই। ডাক্তারি করে কোন রকম সংসার চলে। তারমধ্যে নিয়মিত মেয়ের ওষুধ চলছে। অপারেশনের এত টাকা আমি কোথায় পাব। শিশুকন্যার চিকিৎসায় প্রধানমন্ত্রীসহ বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন রেজাউলের।
সিনথিয়ার চিকিৎসায় সাহায্য পাঠানোর ঠিকানা ঃ ইসলামি ব্যাংক, ঝিকরগাছা শাখা, যশোর, হিসাব নম্বর-৩৮০০। অথবা যোগাযোগ করতে পারেন রেজাউল রহমানের ব্যবহৃত ০১৭২৯-৬৮২৩২২ (বিকাশ) নম্বরে।