হাইকোটের ভুয়া ও জাল আদেশ তৈরি করে ইটভাটা চালানোর অপরাধের মামলায় জেলা বিএনপির আহ্বায়ক এজেডএম রেজওয়ানুল হক ও ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, যমুনা টিভি ও দৈনিক ইনকিলাবের দিনাজপুর প্রতিনিধি মাহফুজুল হক আনারসহ ২৭ ইটভাটা মালিককে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা এ আদেশ দেন।
জেলহাজতে পাঠানো ২৭জন ও বিভিন্ন সময় পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৪ জন দিনাজপুর সদর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরল, কাহারোল, পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ, পীরগাছা উপজেলার ইটভাটার মালিক।
দিনাজপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে ২৭ আসামি জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুল ইসলাম জুগলু ও আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান জাহানী ও সাধারণ সম্পাদক অ্যাড. তহিদুল হক সরকার।
উল্লেখ্য, গত ২০মে হাইকোর্টের নির্দেশে পার্বতীপুর থানায় উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ বাদী হয়ে গত ২০ জুন পার্বতীপুর থানায় ৩১ জন ইটভাটা মালিককে আসামি করে মামলাটি দায়ের করেন।
আসামিরা পরস্পর যোগসাজশে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স না থাকার পরও ইটভাটা চালু রাখার দু’টি জাল ও রিটের আদেশ তৈরি করেন। এ ঘটনায় ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাঁটা স্থাপন আইনের ৮(১) ধারায় উৎপাদন, প্রতিপালন না করায় তাদের বিরুদ্ধে হাইকোর্টের আদেশে এ মামলা করা হয়।
এছাড়াও পুলিশের হাতে বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন ৪ ইটভাটা মালিকরা হলেন- যমুনা ব্রিকসের হাসান শাহরিয়ার, এআরবি ব্রিকসের রেজওয়ানুল হক, আজাদ ব্রিকসের আবুল কালাম আজাদ ও হামিদ অ্যান্ড সন্স ব্রিকসের মোকাররম হোসেন।