‘নিজ আঙিনা পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ্য থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে গতকাল সোমবার ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনামুলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার শাহানাশাহ,সহ-সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও ডাঃ নুর নেওয়াজ আহমেদ খান। অনুানটি পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আলোচনা শুরুর পুর্বে সভাপতি আবদুর রাফে খন্দকার শাহানাশাহ উপজেলা পরিষদের চত্তরে আগাছা কেটে পরিচ্ছনতা সপ্তাহের উদ্বোধন করেন।