রংপুর সিটি করপোরেশন মেয়র মোঃ রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুর মহানগরীতে বর্তমানে এডিস মশা কিংবা ডেঙ্গু নিয়ে আতংর্কিত হওয়ার কিছুই নেই। রংপুরে ডেঙ্গু নাই বললেই চলে। ঢাকায় আক্রান্তরাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়েছে। কিন্তু আমরা রংপুর সিটি করপোরেশন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছি। আমাদের বিভিন্ন ক্যানেলে অথবা এটার লাভা যেখানের ছড়াতে পারে, সেই জায়গা গুলো এক্সফেরে করাসহ পরিস্কার পরিচ্ছন্নতা আরো জোরদার করেছি। রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় ২শত কর্মী সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে। সপ্তাহ ব্যাপী এ কর্মসূচি পালন করা হচ্ছে। পূর্নাঙ্গভাবে আমরা এই কর্মজগ্য টা চালাতে চাই। এর পরে যদি আরো সময় বৃদ্ধি করতে হয়, সে জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।
তিনি আজ সোমবার সকালে রংপুর মহানগরীর ১নং এমপি চেকপোষ্টস্থ শ্যামা সুন্দরী ক্যানালে মশক নিধন ও পরিচ্ছন্নতা কাজের উদ্বোধনকালে উপর্যুক্ত কথাগুলো বলেন।
পরে তিনি রংপুর জিলা স্কুলে ফগার মেশিন দারা মশক নিধন কাজের উদ্বোধন করেন এবং জিলা স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনের “ডেঙ্গুমুক্ত দেশ চাই- পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই” স্লোগানে মুখরিত একটি জনসচেতনতা মূলক র্যালী বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদ, সচিব রশিদুল হক, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান মিজানুর রহমান, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবার রহমান, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল গফ্ফার, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশীদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগম, মেয়রের একান্ত সহকারী জাহিদ হাসান লুসিড, প্রধান সহকারী নাইম উল হক, কঞ্জারভেন্সি অঞ্চল -১ এর সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মিজানুর রহমান মিজুসহ সিটি কপোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচানরীবৃন্দ।
উল্লেখ্য, ২৫ থেকে ৩১ শে জুলাই সপ্তাহ ব্যাপী রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে মশক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে রংপুর মহানগরীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হযেছে।