যশোরে মাদক বিকিকিনে বাধা দেওয়ায় শাহানুর রহামান (১৮) নামে এক বাক প্রতিবন্ধি ( বোবা) কে ছুরিকাঘাত ব্রিজের নিচে ফেলে দিয়েছে একই এলাকার বাহার, রুবেল ,জুয়েল ও তালেব নামে চার মাদক ব্যাবসায়ি। এ সময় দূর্বৃতরা ওই বোবার কাছে থাকা প্রতিবন্ধি ভাতা চার হাজার টাকা ছিনতাই করে নেয়। আহত শাহনুর এখন যশোর সার্জারী-২ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ৯টার দিকে শহরের নীলগঞ্জ ব্রিজের ওপর। আহত বাগ প্রতিবন্ধি শহানুর রহমান শহরতলির ঝুমঝুমপুর বালিয়া ডাঙ্গা আদর্শ পাড়ার মশিয়ার রহামানের ছেলে। এবং দূর্বৃত্ব বাহার, রুবেল, জুয়েল ও তালেব একই এলাকার।
আহতের প্রতিবন্ধির ভাই আবু বক্কার বলেন, বালিয়া ডাঙা আদর্শ পাড়ায় বাহার, রুবেল জুয়েল ও তালেব এলাকায় গাজা ও ইয়াবা বিক্রি করে। আমি তাদের মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ওই মাদক ব্যাবসায়িরা আমাকে জীবন নাশ ও দেখে নেওয়ার হুমকি দেয়। গতকাল রাতে আমর ভাই শাহানুর শহর থেকে বাড়ি ফিরছিল। এ সময় ওই চারজন আমার ভাইকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে এবং মাথার পেছনের অংশে ছুরিকাঘাত করে নিলগঞ্জ ব্রিজের নিচে ফেলে দেয়। এ সময় ভাইয়ে পকেটি থাকা ভাতার চার হাজার টাকাও ছিনতাই করে নেয় দূর্বৃত্ত্বরা। এ সময় আমরা খবর পেয়ে ব্রিজের নিচে থেকে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসি।
হাসপাতালের সার্জরী ওয়ার্ডের ডাক্তার ওহিদুল ইসলাম ইমন বলেন, রুগির কে চাপা আঘাত করা হয়েছে। মাথার পেছনের অংশে ধারল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে সে আশঙ্কা মুক্ত আশা করা যায়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনিরুজ্জামান বলেন এরকম ঘটনা আমার জানা নাই। এখনই খোঁজ নিয়ে দেখছি। পুলিশ গভির ভাবে বিষয়টি খতিয়ে দেখবে।