পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ পথের সিবোট ভাড়া ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাস ভাড়া ১০০ টাকা করার সিদ্ধান্ত হয়।
আজ সোমবার ২৯ জুলাই বেলা ১১টায় দক্ষিণবঙ্গের ২৩ জেলোর ঘরমুখী যাত্রীরা র্নিবিঘেœ পারাপারে শিমুলিয়া ঘাট দিয়ে নিরাাপদের বিষয়ে আইনশৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় র্যাব, পুলশি, আনসার, সাদা পোশাকরে পুিলশ, গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া শিমিুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে আগামি তিন দিনের মধ্যে বিকল্প একটি চ্যানেল খুলে দেয়া হবে বলে আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত হয়।
ফলে ঈদে ফেরি পারাপারে যাত্রীদরে আর কোনো র্দুভোগ পোহাতে হবেনা বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানয়িছেনে।
লৌহজং উপজলো প্রশাসনরে আয়োজনে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারে সভাপতিত্বে শিমুলিয়া ঘাট বিআইডব্লিউ টি এর সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
এতে অন্যদরে মধ্যে উপস্থতি ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম (বার), র্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আসমা শাহীন, অতিরিক্ত পুলশি সুপার আসাদুজ্জামান, লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ইউএনও কাবিরুল ইসলাম খান, সহকারী কমিশনার সৈয়দ মোরাদ আলী, ওসি আলমগীর হোসাইন, প্রাণ বন্ধু ” মেদিনী মন্ডল ইউপি চেয়ারম্যান হাজী আশরাফ হোসেন খান সহ বিআইডব্লিউøটিসি, বিআইডব্লিউ টিএ নৌ-পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, সাংবাদিক, আনসার, স্বাস্থ্য দপ্তর, পল্লী বিদুৎ, বাস, লঞ্চ, সি-বোট মালকি, সংশিষ্টি স্টেক হোল্ডার।