দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলীতে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছেন পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার শিকলবাহা বিল্লাপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বিল্লাপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেন। এরপর সুরতহাল শেষে ৫০বছর বয়সী এই লাশটি ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের দাবি-লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে স্থানীয়রা ধারণা করছেন, তাকে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা এখানে লাশ ফেলে যায়। এদিকে কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন।