‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজদিখানে ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় তিনদিন ব্যাপী উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে উপজেলা ইউএনও পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন কর্মকর্তা মহসিনা জাহান তরুনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, উপজেলা স¦াস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল হক তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, উপ-সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান, মোশারফ হোসেন প্রমুখ।