যশোরের কেশবপুরে শত শত নারী পুরুষ ও শিশু জ¦রে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপে¬ক্সে এসে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে এক শিশুসহ ৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স সূত্রে জানা গেছে, গত ৮ দিনে ৫৬০ জন নারী পুরুষ ও শিশু জ¦রে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের বহি:বিভাগে চিকিৎসা নিয়েছে।এদের মধ্যে জ¦রে আক্রান্ত আশঙ্কাজনক অবস্থায় ১১ জনকে স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। এরমধ্যে উপজেলার কোমরপোল গ্রামের আবুল কালামের মেয়ে সাড়ে ৪ বছরের শিশু ফারিয়া ২৬ জুলাই ভর্তি রেজিঃ নং-১৪৮২৯ এবং আলতাপোল গ্রামের মাসুদুর রহমানের মেয়ে সুরাইয়া (১৮) ২৭ জুলাই ভর্তি রেজিঃ নং-১৪৮৭৭ ডেঙ্গু রোগের উন্নত চিকিৎসার জন্যে তাদেরকে ছাড়পত্র দেয়া হয়। এ ছাড়াও উপজেলার মজিদপুর গ্রামের জহুরুল হকের ছেলে ঢাকা কলেজের শিক্ষার্থী শাহনেওয়াজ বাবু রাজধানীতে হোস্টেলে জ¦রে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে কেশবপুর হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা নীরিক্ষার পর তাকেও ডেঙ্গু রোগের উন্নত চিকিৎসার জন্যে রোববার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল মিজান রুমি বলেন,স্বাস্থ্য কমপে¬ক্সে প্রতিদিন ৩‘শ ৫০ থেকে ৪‘শ রোগী বহি:বিভাগে চিকিৎসা গ্রহণ করে থাকে। এরমধ্যে শতাধিক নারী-পুরুষ ও শিশু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসে।
কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল বলেন, কেশবপুরে ডেঙ্গু রোগে আক্রান্তের খবর পাওয়ার পর পৌর এলাকায় মশা নিধনের কার্যক্রম ব্যাপক ভাবে শুরু করা হয়েছে।