বাগেরহাটের মোরেলগঞ্জে রাইফেলের দুই রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী ওয়ানশুটার গান উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উত্তর বড়শিবাওয়া গ্রামের রিয়াজ সিকদারের(৩৫) বসতঘর থেকে পুলিশ এ অস্ত্র ও গুলি উদ্ধার করে। মজিদ সিকদারের ছেলে রিয়াজকে একটি চাঁদাবাজি মামলায় ২ দিনের রিম্যান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে ওই অস্ত্রের কথা স্বীকার করে বলে পুলিশ জানায়।
এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, রিয়াজ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ, চুরিসহ বিভিন্ন অপরাধে থানায় ৪টি মামলা রয়েছে। চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদে রিয়াজ তার ঘরে থাকা চালের ড্রামের মধ্য থাকা অস্ত্রের কথা জানায়। সেই তথ্যমতে বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো. মাহফুজ আফজাল এর তত্ত্বাবধানে রাতে অভিযান চালানো হয়।এ ঘটনায় রিয়াজকে আসামি করে সোমবার অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।