ইউএসএআইডি ও খাদ্য নিরাপত্তা উন্নয়ন নবযাত্রা প্রকল্পের উদ্যোগে গতকাল ২৯ জুলাই সকাল ১১ টায় খুলনার সিএসএস আভা সেন্টার জেলা পর্যায়ে যুব উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিঃ বিভাগীয় কমিশনার উন্নয়ন নিচিন্তা কুমার পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন অতিঃ পুলিশ কমিশনার সোনালী সেন, প্রতœাত্ব অধিদপ্তরের পরিচালক আফরোজা খানম, খুলনা প্রেস ক্লাব সভাপতি এস এম হাবিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমান। এতে আলোচনায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঃ রশিদ খান, দাকোপ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাফুজুর রহমান, নবযাত্রা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোকতার হোসেন, ডোগুমেন্ড কর্মকর্তা জাহানারা খাতুন প্রমুখ। সমন্বয় সভায় কয়রা ও দাকোপ উপজেলার বিভিন্ন যুব সাংবাদিক ও বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।