কয়রা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় মৎস্য চাষিদের আধুনিক পদ্ধতিতে দেশীয় প্রজাতির মৎস্য চাষ ও সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার সভাপতিত্বে প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়রম্যান চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাড. কোমলেশ চন্দ্র সানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। প্রশিক্ষনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমেদ। সার্বিক দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের ইউডিএফ দিপংকার মল্লিক। কয়রার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন মৎস্য চাষি প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।