ছেলেধরা গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য লালমনিরহাট পুলিশ সুপারের নির্দেশে আদিতমারী থানা পুলিশের উপজেলা জুড়ে মাইকিং, লিফলেট বিতরন ও শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্রচারনা।
গত কয়েকদিন যাবত সকাল থেকে আদিতমারী থানা পুলিশ জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে দিনভর উপজেলার বিভিন্ন হাট-বাজার, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও গুরুত্বপুর্ণ রাস্তার মোড় ও জনবহুল স্থানে গিয়ে গুজব ঠেকাতে প্রচারণা চালাচ্ছেন তারা।
আবার উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীদের নিয়ে চলছে প্রচারনা। সেই সাথে কমিউনিটি পুলিশিং ইউনিট ও গ্রাম্য পুলিশদের পুলিশের পক্ষ থেকে তাদেরকেও এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হকের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। গুজবের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে বিদ্যালয়ে দিন কাটাচ্ছেন। আবার বিদ্যালয় ছুটির পর সন্তানকে বাসায় পৌছেও দিচ্ছেন তারা।
আদিতমারী কেবি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র বলেন, ছেলেধরা গুজব থেকে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহন করেছেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্রচারনা। তিনি আরও বলেন, কাউকে সন্দেহ হলে তাকে পিটুনী না দিয়ে পুলিশকে অবগত করার জন্য বলা হয়েছে।