নীলফামারীর ডিমলায় প্যাথলজির ভুল পরীক্ষায় গৃহবধুর গর্ভপাতের ঘটনায় ডিমলা হাসপাতাল গেটের মনি ডায়াগনেষ্টি সেন্টার ঘেরাও করেছে ভুক্তভোগিসহ এলাকাবাসী।
রোববার সন্ধায় উপজেলা সদরের সরকারী হাসপাতালের গেটে গড়ে ওঠা মনি ডায়াগনেষ্টি সেন্টারে এ ঘটনা ঘটেছে।
অভিযোগ সুত্রে জানাযায়, নীলফামারী ডিমলা উপজেলা সদর ইউনিয়নের সরহাট গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী বন্যা আক্তার(২১) চার মাসের অন্তসত্বা ছিলো। তার শারিরীক অসুস্থতার কারণে গত ২২শে জুলাই মনি ডায়াগনেষ্টি সেন্টারের প্রাকটিসরত ডাক্তার শমসের আলীর কাছে চিকিৎসা নেয়ার জন্য গেলে ডাঃ শমসের আলী প্যাথলজিতে গর্ভধারন পরীক্ষাসহ কয়েকটি পরীক্ষা করার জন্য মনি ডায়াগনেষ্টি সেন্টারে প্রেরন করেন। বন্যা আক্তার চার মাসের অন্তসত্বা থাকা সত্বেও প্যাথলজি পরীক্ষায় মনি ডায়াগনেষ্টি সেন্টারের প্যাথলজি ভুয়া ডাক্তার একেএম আবদুর রাজ্জাক রাজ বন্যার গর্ভে কোন সন্তান নেই মর্মে রিপোর্ট প্রদান করেন। ওই রিপোর্টের ভিত্তিতে ডাঃ শমসের আলী ব্যথা নাশকসহ বিভিন্ন রকমের ইনজেকশন চিকিৎসা পত্রে লিখিয়া দিলে মনি ডায়াগনেষ্টিক সেন্টারের সত্বাধিকারী লিটন ইসলাম মানিক(৩৫) বন্যার শরিরে ইনজেকশন গুলো বন্যার শরীরে প্রয়োগ করিলে ২ ঘন্টা পর বন্যার গর্ভের সন্তা নষ্ট হইয়া যৌনপথ দিয়ে প্রচুর রক্ত ক্ষরন শুরু হইলে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ডোমার উপজেলার ফ্রেন্ডস্ ক্লিনিকের গাইনি বিশেষজ্ঞ ডাঃ ওবায়দা নাসরিন এর নিকট লইয়া গেলে তিনি ফ্রেন্ডস্ ক্লিনিকে ভর্তি করালে চিকিৎসারত অবস্থায় বন্যার গর্ভপাত ঘটে। এ ঘটনায় রোববার সন্ধায় বন্যার পরিবারের লোকজনসহ এলাকাবাসী ওই মনি ডায়াগনেষ্টিক সেন্টার ঘেরাও করলে মনি ডায়াগনেষ্টিক সেন্টারের সত্বাধিকারী লিটন ইসলাম মানিক ও প্যাথলজির ভুয়া ডাঃ একেএম আবদুর রাজ্জাক রাজ পালিয়ে যায়। এ ব্যাপরে ডিমলা সরকারী হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সারোয়ার আলম বলেন, বিষয়টি আমি অবগত নই, তবে অভিযোগ পেলে ভুল রিপোর্ট প্রদানের কারণে মনি ডায়াগনেষ্টিক সেন্টারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। মনি ডায়াগনেষ্টিক সেন্টারের সত্বাধিকারী লিটন ইসলাম মানিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুল রিপের্টের কারণে বন্যার গর্ভপাতের বিষয়টি স্থানীয়ভাবে আপস মিমাংসার চেষ্টা চলছে।