চট্টগ্রামেও লাফিয়ে লাফিয়ে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় এবার মশক নিধন কার্যক্রম শুরু করেছেন স্বয়ং জেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে শহরের আউটার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ওই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। এ সময় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ক্যামিক্যাল স্প্রে এবং ব্লিচিং পাউডার ছিটানোসহ পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জেলা প্রশাসক।
এর আগে বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের নেতৃত্বে ডেঙ্গু রোগের সচেতনতামুলক র্যালিতে শহরের বিভিন্ন শ্রেণির মানুষজন অংশ নেন। র্যালিটি বের করা হয় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী, স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্ত্তী প্রমুখ। ওই কর্মসূচির অংশ হিসেবে জেলার ১৫টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের র্যালি ও পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানাগেছে।