কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যার্তদের মাঝে নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মহিলা ভাইস চেয়ারম্যান। “মানুষ হোক মানুষের কল্যাণে নিবেদিত” এই স্লোগান নিয়ে গতকাল নাগেশ্বরী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা তার নিজস্ব অর্থায়নে রায়গঞ্জ ইউনিয়নের চরাঞ্চল এলাকার শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ হিসেবে শুকনো খাবার ও স্যালাইন বিতরণ করেন। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উচ্ছ্বাস সাহিত্য সুহৃদ এর পরিচালক হাফিজুর রহমান হৃদয়, সমাজসেবক শহিদুল ইসলাম, আমজাদ হোসেন, সৈফুর রহমান, সংবাদকর্মী আমিনুর রহমান