কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোমবার ফুলবাড়ীয়া উপজেলা কর্তৃক আয়োজিত ফলদ বৃক্ষ মেলা ২০১৯ এর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মোসলেম উদ্দিন অ্যাডভোকেট এমপি। উপজেলা পরিষদ চত্বরে ২৯ জুলাই থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৩১ জুলাই পর্যন্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বি আর ডি বি চেয়ারম্যান ইমদাদুল হক সেলিম, জেলা পরিষদ সদস্য ফারজানা আক্তার বিউটি, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা নারগিস আক্তার, ওসি ফিরোজ তালুকদার, হারুন অর রশিদ প্রমুখ।