ছেলেধরা গুজব আতংক, ডেঙ্গু জ¦র ও পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে মুক্তাগাছা উপজেলার ১৬১ টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেনের নির্দেশক্রমে উপজেলা শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিমের তত্ত্বাবধানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার, মমতাজ বেগম, মো: ফজলুর রহমান, মোহাম্মদ আলী চকদার, আবুল কালাম আজাদ, আবদুর রশিদ, মীর দেলোয়ার হোসেনের তদারকিতে প্রত্যোক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মা সমাবেশের আয়োজন করেন।