বরগুনার তালতলীতে পঞ্চম ধাপের নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে বরন উপলক্ষে সোমবার উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত পরিষদের দায়িত্বপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা ও নব নির্বাচিতদের ফুল দিয়ে বরন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. রেজবি-উল-কবির জোমাদ্দার, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মনিকা আক্তার নাজনীন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা, সকল ইউপি চেযারম্যান, স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক ও সুধি সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।