সৈয়দপুরে কমিউনিটির সাথে কমিউনিটি সাপোর্ট গ্রুপ মেম্বারদের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুলাই কামারপুকুর ইউনিয়ন পরিষদ চত্তরে ওই সভা অনুষ্ঠিত হয়। কেয়ার বাংলাদেশের আয়োজনে এবং উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তর এর সহযোগিতায় ওই সভার আয়োজন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম লোকমান। প্রধান অতিথি বলেন বর্তমান সরকার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এবং মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে নানাবিদ কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন এনজিও ও জিও’র মাধ্যমে সরকারের ওই সকল কর্মসূচি সফল ভাবে পরিচালিত হয়ে আসছে। আজকের সভায় আমার অনুরোধ থাকবে এ সভার আয়োজকদের প্রতি যাতে করে প্রকৃত স্বাস্থ্যসেবা গ্রামের অসহায় মানুষ পায় সে দিকটি নজর দেবেন। সভায় এছাড়াও বক্তব্য রাখেন চারু রানী রায়, ইউনিয়ন পরিষদের মেম্বার, কমিউনিটি ক্লিনিকের সদস্য ও সদস্যরা। ওই পরামর্শ সভায় কমিউনিটি ক্লিনিকের প্রায় ৩ শতাধিক সদস্য-সদস্যা অংশ নেয়। এর সাথে পাটর্নারশিপে রয়েছে গ্রাম বিকাশ কেন্দ্র। ওই সভায় এলাকার সুধিজন, সাংবাদিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।