সৈয়দপুরে বৈদ্যুতিক সার্ভিস তারে পা পড়ে প্রাণ গেল এক মহিলার। গত ২৯ জুলাই উপজেলার কামারপুকুর ইউনিয়নের শিংপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের কেন্দুয়ার স্ত্রী আছিয়া বেগম বৈদ্যুতিক সার্ভিস তারে পা দিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান। ওই এলাকায় এক বাসা থেকে অন্য বাসায় বিদ্যুৎ সংযোগ নেয়ার সময় সার্ভিস তার মাটিতে পড়ে যায় আর ওই তারে পা রাখায় মহিলার মৃত্যু হয়। এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।