আশাশুনি উপজেলার বাটরা মৌজার ৩৭৯ নং নামপত্তন খতিয়ানের জমি রেজিস্ট্রী বন্ধের আবেদন করেছেন বাটরা গ্রামের আঃ জব্বার সরদার। রোববার তিনি এ ব্যাপারে আশাশুনি সাব রেজিস্ট্রী অফিসে এ আবেদন করেছেন।
বাটরা গ্রামের মৃত আলহাজ¦ সহিল উদ্দিন সরদারের পুত্র আবদুল জব্বার সরদার লিখিত আবেদনে বলেন, ১৮ নং বাটরা মৌজায় এসএ ৯৫ নং খতিয়ান বর্তমান বাংলাদেশ সরকারের “খ” তফশীলভুক্ত ১/১ নং খতিয়ান। ওই খতিয়ানের ৩৭৯ নং নামপত্তন কেসটি বাতিল করার জন্য আশাশুনি ভূমি অফিসে ১৫০ ধারায় কেস দাখিল করা হয়েছে। বিবাদী সাবেক ৩৫৭ দাগের স্থলে হাল ৫১৯ দাগ এবং বর্তমান জরিপে বিলান ৩২৭ দাগের হাল ৫১৯ দাগ হয়েছে। ওই দাগটির ভ্রম সংশোধন না করে তঞ্চকীভাবে রেকর্ড করেছেন এবং বিবাদীর পূর্বের মালিক নারদ সরকার অন্যান্য দাগ হতে তার অংশ মাফিক রেকর্ড পেয়ে ৩৩১ নং একটি নতুন খতিয়ান খুলেছেন। সেকারনে তাদের (আঃ জব্বার) খরিদা সম্পত্তি বিবাদীর নামে তঞ্চকীভাবে রেকর্ড সৃষ্টি করে ওই জমি বিক্রীর জন্য পায়তারা চালান হচ্ছে। বিধায় সংগত কারণে ওই ৩৭৯ নং নামপত্তনের বিরুদ্ধে চলমান কেসটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত ঐ জমি রেজিস্ট্রী বন্ধ রাখার জন্য আবেদন জানানো হয়েছে। বিবাদীপক্ষ সবকিছু ধামাচাপা দিয়ে তঞ্চকীপূর্ণ নামপত্তনকে হাতিয়ার হিসাবে ব্যবহার কের জমি রেজিস্ট্রী করানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে জানাগেছে।