গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের সাঁওতাল পল্ল¬ীতে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা মামলায় ৯০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছে গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশীট দাখিল করেন পিবিআই গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার। এই মামলার তদন্তকারি কর্মকর্তারা হচ্ছেন পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন (বর্তমানে মৃত), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার ও গোবিন্দগঞ্জ থানার এসআই আবদুল গফুর, ইন্সপেক্টর আল মামুন মোহাম্মদ নাজমুল আহম্মেদ।
অপরদিকে দায়িত্বপালনকালে পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে ৮ পুলিশ সদস্যকে আহত করার মামলায় একইদিনে ৩৯ জন আদিবাসী সাঁওতালদেরকে আসামি করে একই আদালতে অপর একটি চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারি কর্মকর্তা পিবিআই’র ইন্সপেক্টর মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টু।
পিবিআই সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতাল পল্লীতে হামলার মামলা তদন্ত শেষে ৯০ জনকে অভিুযক্ত করে আদালতে চার্জশীট দাখিল করা হয়। ঘটনার রহস্য উন্মোচন ও সঠিক তদন্ত শেষ করতে সময় লাগে প্রায় আড়াই বছর। সঠিক তদন্ত ও মূল আসামিদের আইনের আওতায় আনতেই চার্জশীট দাখিল করতে বিলম্ব হয়েছে বলে পিবিআই সুত্রে উলে¬খ করা হয়। উলে¬খ্য, মামলাটির তদন্ত কার্যক্রম চলাকালে অভিযুক্তদের মধ্যে ২৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। এ ছাড়া একজন আসামির স্বীকারোক্তি মোতাবেক কয়েকটি বাড়ি থেকে পাওয়ার টিলার, শ্যালো মেশিনসহ লুটপাট হওয়া বেশ কিছু মালামালও উদ্ধার করা হয়।
চার্জশীটে অভিযুক্ত ৯০ আসামির মধ্যে উলে¬খযোগ্য আসামিরা হলেন, মাহিমাগঞ্জ সুগার মিলের (জিএম-অর্থ) নাজমুল হুদা, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুল, ইউপি সদস্য শাহ আলম, আইয়ুব আলী ও চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল। অভিযুক্ত আসামিদের মধ্যে এ পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠালেও তারা সকলেই জামিনে রয়েছে। অন্যান্য আসামিরা পলাতক রয়েছে।
প্রসঙ্গত উলে¬খ্য, গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারে উৎপাদিত আখ কাটাকে কেন্দ্র করে ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকলের শ্রমিক-কর্মচারি ও পুলিশের সাথে স্থানীয় আদিবাসীদের (সাঁওতাল) দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৮ পুলিশ সদস্যসহ দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।
চার্জশীটে উলে¬খ করা হয়, গোবিন্দগঞ্জের মাহালিপাড়া গ্রামের মৃত সমেশ্বর মুরমু’র ছেলে স্বপন মুরমু বাদি হয়ে ২০১৬ সালের ১৬ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে একই উপজেলার হরিণমারি নতুন পল¬ী গ্রামের মাহলে হেমব্রমের ছেলে থোমাস হেমব্রম অপর একটি অভিযোগ দায়ের করেন। এ দুটি মামলায় অজ্ঞাতনামা ৫শ’ থেকে ৬শ’ জনকে আসামি করা হয়। এরমধ্যে ২৫ জন গ্রেফতার হয় এবং গ্রেফতারকৃত আসামি একই উপজেলার সারাই গ্রামের শাহাজাহান আলীর ছেলে মিঠু মিয়া ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য অপর মামলায় সাঁওতালদের বিরুদ্ধে চার্জশীট প্রদান করায় রবিবার ১২ টা থেকে বিকাল সাড়ে চারটা পযর্ন্ত বাগদা ফার্ম এলাকায় গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের আশ্বাসে সাঁওতালরা তাদের অবরোধ প্রত্যাহার করে।