যশোরের মণিরামপুরে গোলাম মোস্তফা নামে সাবেক এক কোটিপতি ইউপি সদস্য পেয়েছেন গরীবের দেওয়া সরকারী বাড়ি। তার বসতভিটায় প্রায় ১০০ শতক জমি থাকার পরও সে সরকারী বরাদ্ধকৃত বাড়ি নির্মাণে মরিয়া হয়ে উঠেছে। সরকারের ভাবমূর্তী ক্ষুন্নকারী এমন কর্মকা-ে এলাকাবাসী চরমভাবে ফুঁসে উঠেছে।
উপজেলার কদমবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা। তার বসত ভিটায় ৯৮ শতক জমি রয়েছে। যার মধ্যে রয়েছে একটি বড় পুকুর, একটি আধাপাকা বাড়ি। কর্মক্ষম তিন ছেলেও রয়েছে তার। অথচ ধন্যাঢ্য এই ব্যক্তি গরিবের জন্য বরাদ্দ দুই লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সরকারি ঘর পাচ্ছেন। যার মধ্যে রয়েছে দুই পাশে বারান্দাসহ দুইটি কক্ষ, একটি বাথরুম ও রান্না ঘর। প্রকৃত তথ্য গোপন করে বসত ভিটার একটি পুরোনো মাটির ঘর দেখিয়ে তিনি সরকারি ঘর নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
গোলাম মোস্তফার বাড়ি মণিরামপুর-ঝিকরগাছা পাকা সড়কের সোহবার মোড় লাগোয়া। সড়কের উত্তর পাশে তার ৯৮ শতকের বাগান বাড়ি। যার বর্তমান মূল্য প্রায় কোটি টাকা। এই ব্যক্তি সরকারি বাড়ি পাওয়ায় হতবাক স্থানীয়রা। তাদের দাবি, সে ঘর পাওয়ার যোগ্য না। এলাকায় অনেক অসহায়, দরিদ্র ও বিধবা নারী আছেন। যাদের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে দুর্যোগ সহনীয় ২২টি ঘর নির্মাণের কাজ চলছে মণিরামপুরে। যার মধ্যে একটি ঘর পাচ্ছেন গোলাম মোস্তফা। ঘরগুলো দেখভালের দায়িত্বে রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। তালিকা প্রস্তুত ও যাচাই বাছাইয়ে প্রকল্প বাস্তবায়ন অফিস যথাযতভাবে কাজ করেনি বলে অভিযোগ। তবে সংশ্লিষ্টদের দাবি যাচাইবাছাই করেই তালিকা প্রস্তুত করা হয়েছে।
সরেজমিন কথা হয় সাবেক এই ইউপি সদস্যর সাথে। তিনি বলেন, ৯৮ শতক জমি থেকে বাড়ি করার জন্য ভাইপোদের ৮ শতক জমি দান করেছি। বাকি ৯০ শতক আমার দখলে আছে। একটা ইটের ঘর করেছিলাম আগে। সেটা এখন ছেলেদের দিয়ে দিয়েছি। আমার কোন ঘর নেই। তিনি বলেন, ছয় বছর আগে কাঁঠাল গাছ থেকে পড়ে কোমরে আঘাত পেয়েছি। এখন হুইল চেয়ার ছাড়া চলতে পারিনা। আগেও প্রধানমন্ত্রীর তহবিল থেকে চিকিৎসা খরচ হিসেবে ৫০ হাজার টাকা পেয়েছি। বর্তমান বয়স্ক ভাতার কার্ড আছে।
গোলাম মোস্তফার ভাইপো বর্তমান ইউপি সদস্য তায়জুল ইসলাম মিলন বলেন, চাচার সাড়ে ৯৮ শতক ভিটে বাড়ি রয়েছে। সেখান থেকে প্রায় ২০ শতক জমি বিক্রি করে দিয়েছেন। বাকিটা তার দখলে আছে। চাচার ভিটেয় একটি ইটের ঘরও আছে। এ চাড়াও তার তিন ছেলে কর্মক্ষম রয়েছে। তারা ভাল রোজগার করে। আইন অনুযায়ী তিনি সরকারি ঘর পাওয়ার যোগ্য না।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকুল হেসেন বলেন, কদমবাড়িয়া গ্রামে নূর ইসলাম, আবদুল হক, লুৎফর রহমানসহ অনেকেই আছে, যাদের ৪-৫ শতক করে জমি আছে কিন্তু থাকার কোন ঘর নাই। অথচ মোস্তফা মেম্বরের মত একজন ধনাঢ্য লোক যদি ঘর পায় তাহলে আমি মনে করি, আমার ওয়ার্ডে ১০-১৫ জন লোক বাদে বাকি সবাই সরকারি ঘর পাওয়ার যোগ্য। স্থানীয়রা বলছেন, গোলাম মোস্তফা মেম্বর জন্ম থেকে প্রতিবন্ধী নন। কয়েক বছর আগে তিনি কাঁঠাল গাছ থেকে পড়ে কোমরে আঘাত পেয়েছেন। ইতোমধ্যে তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান পেয়েছেন। এ ছাড়া আরও কয়েক বার তিনি বিভিন্নভাবে সাহায্য পেয়েছেন। কিন্তু বিশাল বাড়ির এরিয়া থাকতে, বাড়িতে ইটের ঘর থাকতে, তিনি তো সরকারি ঘর পাবেন না।
মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ বলেন, যাদের জমি আছে, ঘর নাই, ঘর করার সক্ষমতা নাই, বিধবা, অসহায় মুক্তিযোদ্ধা এমন ব্যক্তি এই ঘর পাবেন। গোলাম মোস্তফা প্রতিবন্ধী। তার কোন ঘর নাই। সেই হিসেবে তাকে ঘর দেওয়া হয়েছে।