২০১৮-১৯ অর্থবছরে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থপনা প্রকল্পের আওতায় বারিড পাইপ (ধান) প্রদর্শনীর মাঠ দিবস গতকাল বিকাল ৪টায় তৈলকুপী ব্লকের রাজেন্দ্রপুর গ্রামে কৃষক শিবনাথের ব্লকে অনুষ্ঠিত হয়। সাংবাদিক মফিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিসম্প্রসারন কর্মকর্তা শুভ্রাংসু শেখর দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফিজুর রহমান,উপসহকারী কৃষি কর্মকর্তা দীলিপ কুমার ঘোষ,পিযুষ কান্তি পাল,কল্যান কুমার পাল,উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা শেখ আবুজাফর প্রমুখ।