বেনাপোলের পাটবাড়ি গ্রামের আবদুস সালাম হত্যা মামলায় দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্ত আসামিরা হলো, বেনাপোলের শিকড়ি গ্রামের মোক্তার আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও বৃত্তি আঁচড়া গ্রামের আবদুস সোবহান সরদারের মেয়ে নিহতের স্ত্রী সাবিনা খাতুন। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক এম মশিউর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ৪ মে বিকেলে আবদুস সালাম একটি ফোনে কথা বলে ছেলেকে দোকানে বসিয়ে বের হয়ে যায়। রাতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধারে ব্যর্থ হয় স্বজনেরা। পরদিন সকালে স্বানীয়দের সংবাদের ভিত্তিতে আমড়াখালি রেল ব্রিজের নিচের ডোবা থেকে আবদুস সালামের লাশ উদ্ধার করে স্বজনরা। এ ব্যাপারে নিহতের ভাই আসলাম হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষিদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে শনিবার আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত দুইজনকে আটক দেখানো হয়েছে।