যশোরের বেনাপোলের সরবাংহুদা গ্রামের স্কুলছাত্র ওমর ফারুক হত্যা মামলায় আটক সাইফুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই হত্যাকান্ডে তারা পাঁচজন জড়িত থাকার কথা স্বীকার করেছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন আসামির এ জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সাইফুল ইসলাম দুর্গাপুর গ্রামের শাহাজামাল হোসেনের ছেলে।
জবানন্দিতে সাইফুল ইসলাম জানিয়েছে, পূর্বশত্রুতার জের ধরে ২০১৭ সালের ২৫ সেপ্টম্বর সন্ধ্যায় মোবাইলে ফোনে ওমর ফারুককে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ায় হয়। এরপর রাতে মাঠের মধ্যে নিয়ে প্রথমে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের সাথে আরও চারজন জড়িত বলে সে জবানবন্দিতে জানিয়েছে।
জানা যায়, ওমর ফারুক বেনাপোলের কোদলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। ২০১৭ সালের ২৫ সেপ্টম্বর সন্ধ্যায় মোবাইলে কল আসলে কথা বলে ওমর ফারুক বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করে ওমর ফারুককে উদ্ধারে ব্যর্থ হয় স্বজনেরা। পরদিন বিকেলে মানকিয়া বিলের একটি ধানক্ষেত থেকে ওমর ফারুকের মৃতদেহ উদ্ধার করা হয়। হত্যাকারীরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতে বাবা হায়দার আলী অজ্ঞাত আসামি করে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ, পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যার সাথে জড়িত সন্দেহে সাইফুল ইসলামকে আটক করে আদালতে সোপর্দ করে। হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ওই জবানবন্দি দিয়েছে।