ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর উদ্যোগে বন্যায় কবলিত গফরগাঁও পৌরশহরের ৪ নং ও ৮ নং ওয়ার্ড এলাকার বন্যার্তদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে পৌর শহরের ইসলামিয়া সরকারি হাইস্কুল বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া সাত শতাধিক বন্যার্ত মানুষকে ময়মনসিংহ জেলা পুলিশ ও গফরগাঁও থানা পুলিশের উদ্যোগে খাবার দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান মিন্টু, পৌরসভার প্যানেল মেয়র শাহজাহান সাজু, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোরহাব উদ্দিন, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পারভীন আক্তার প্রমুখ।