দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ রাস্তার গাছ কেটে বেরিকেট সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতির সন্দেহে ৪ জনকে গ্রেফতার জেল হাজতে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে ঘোড়াঘাট- ডুগডুগী রাস্তার তোষাই জোড়গাড়ী নামক স্থানে। ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ ্মিরুল ইসলাম জানান,শনিবার দিবাগত রাত অনুমাণ ১ টার সময় একটি সংঘবদ্ধ ডাকাতদল ঘোড়াঘাট- ডুগডুগী রাস্তার তোষাই জোড়গাড়ী নামক স্থানে রাস্তার গাছ কেটে বেরিকেট সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। উল্লিখিত রাস্তায় রাত্রীকালিন বন পাহারা ডিউটি করা কালে এ এস আই মঞ্জরুল ইসলাম এ-সংক্রান্ত সংবাদ পেয়ে বিষয়টি কর্মকর্তা ইনচার্জ মোঃ আমিরুল ইসলামকে অবগত করে উপজেলার রাণীগঞ্জ বাজারে রাত্রীকালিন ডিউটিরত এস আই সাইফুল ইসলাম-১, এস আই সাইফুল ইসলঅম-২ ও এস আই মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় ঘটনাস্থল থেকে গাছ কাটার সরঞ্জামাদি সহ ৪ জনকে গ্রেফতার করে। থানায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা আরোও ৫ জন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।