নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর অধীন সেতাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের মালিপাড়া থেকে ফার্মপাড়া হাট রামপুর রোড পর্যন্ত রাস্তা নির্মানে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করেছেন।
উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমানের নির্দেশে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (ওটওউচ-২) এর তদন্ত কমিটিতে ছিলেন উপ-সহকারী প্রকৌশল এ,কে,এম নুরুল ইসলাম, মোঃ আশরাফুল আলম, সহকারী প্রকৌশলী রুবাইয়া তাবাসুম।
গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় তদন্ত কমিটি সেতাবগঞ্জ পৌরসভার মালিপাড়া-ফার্মপাড়া হাট রামপুর রোড প্রায় ২.২ কিলোমিটার রাস্তাটির বর্তমান অবস্থা সরেজমিনে তদন্ত করেন। তদন্তকারী কর্মকর্তারা ডাব্লুবিএম করা রাস্তাটির বিভিন্ন অংশে খুরে দেখেন এবং মাপ যোগ করেন।
তদন্ত দলের কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী এ,কে,এম নুরুল ইসলাম তদন্ত শেষে সাংবাদিকদের জানান, আপত: চাক্ষুস দৃষ্টিতে রাস্তটির কাজের সমস্যা রয়েছে। তবে কিছু কিছু বিষয়ে মাপ যোগ ভাল থাকলেও রাস্তার ওয়ার্কিং সিস্টেম অনুযায়ী চেম্বারটি ঠিকমত হয়নি। এ ছাড়া রাস্তার কাজে ব্যবহৃত ডাব্লিউবিএম এর জন্য করা ইটের খোয়া কয়েক জায়গায় ভাল পাওয়া গেলেও বেশ কয়েক জায়গায় নি¤œ মানের পাওয়া গেছে, যা ল্যাবেরটরি টেষ্ট করা হলে, তার রিপোর্টে ভালমন্দ জানা যাবে।
এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আবদুস সবুর, সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল, সহকারী প্রকৌশলী রইছউদ্দীন মিঞা, কার্য্য সহকারী লূৎফুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফুয়াদ এন্টার প্রাইজ এর পক্ষে ঠিকাদার মোঃ ইসাহাক আলী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন লিটন প্রমুখ।
উল্লেখ্য, স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (ওটওউচ-২) এর আওতায় সেতাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে মালিপাড়া থেকে ফার্মপাড়াহাট রামপুর রোড পর্যন্ত ২.২ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য সেতাবগঞ্জস্থ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফুয়াদ এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেয়া হয়। প্রায় দুই কোটি সাত লক্ষ টাকা বরাদ্দে গত ৫ মার্চ ওই রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়। ঠিকাদার নি¤œমানের ইটের খোয়া দিয়ে দায়সারা ভাবে কাজ করার অভিযোগ এলাকাবাসীর। পরে বিভিন্ন গনমাধ্যমে খবর প্রকাশ হয়।