লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর টহলদল সীমান্তে চোরাকারবারিদের প্রতিহত করতে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ৫২ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি।
রবিবার (২৮ জুলাই) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়নের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গজেরকুটি সীমান্তে এ গুলির টনা ঘটে। তবে গুলির ঘটনায় কেউ হতাহত হয়নি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল মোঃ আনোয়ার-উল-আলম জানান, রবিবার দুুুুুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গজেরকুটি সীমান্ত দিয়ে মাদক পাচারকারীরা ভারত হতে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারিদের আটকের উদ্দেশ্যে লালমনিরহাট ব্যাটালিয়নের বালারহাট বিওপি'র টহলদল ওই সীমান্তে কৌশলে অবস্থান গ্রহণ করে। দুুপুর আনুমানিক দেটার দিকে ৮/৯ জন চোরাকারবারির একটি দলকে মালামাল নিয়ে ভারত হতে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করতে দেখলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা মালামাল নিয়ে আবার ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি টহলদল চোরাকারবারিদের প্রতিহত করতে পায়ের নিচে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে চোরাবারবারীরা ভারতীয় সীমান্তে ঢুকে পড়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ সময় বিজিবি টহলদল ঘটনাস্থল হতে ১৫টি প্যাকেটে সর্বমোট ৫২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আনোয়ার-উল-আলম আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে বিজিবি'র গৃহীত 'জিরো টলারেন্স নীতি' যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে মাদক পাচারকারীদের বিরুদ্ধে লালমনিরহাট ব্যাটালিয়নের কঠোর অবস্থান এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।