বিরলে ৬০০ অতিদরিদ্র মানুষের খাদ্য সু-রক্ষার স্থায়ী উন্নতি ও তাদের পুষ্টিগত চাহিদা এবং মৌলিক আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের লক্ষ্যে- বিএমজেট ও নেটজ জার্মান এর আর্থিক সহায়তায় পল্লীশ্রী দাবি প্রকল্পের ধর্মপুর ইউপি’র উত্তর গোদাবাড়ী নারী উন্নয়ন দলের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন জার্মানের একটি প্রতিনিধি দল। রবিবার দুপুরে প্রধান অতিথি নেটজ জার্মান প্রতিনিধি’র নির্বাহী পরিচালক মি. পিটার ডিডজেল, বিশেষ অতিথি নেটজ জার্মান প্রতিনিধি মি. কর্নিলিয়া পারমা (কর্নি), নেটজ বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ আমিনুর রহমান।
পরিদর্শন শেষে প্রতিনিধিগন বলেন, দাবি প্রকল্পের কার্যক্রম মাঠ পর্যায়ে ভালো ভাবে বাস্তবায়িত হচ্ছে। দরিদ্র পরিবারে উন্নয়ন দেখে ভালো লাগছে এবং আমরা প্রকল্পের দীর্ঘায়ু কামনা করছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লীশ্রী’র প্রজেক্ট ম্যানেজার কাজী মোঃ মাসুদুর রহমান, ইউনিট ম্যানেজার মোঃ মন্তাজুল ইসলাম, দাবি প্রকল্পের এফএফ মোঃ খাইরুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ, বিজল দাশ এবং প্রকল্পের অন্যান্য সদস্যগণ।