মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক’শ লিটার দেশীয় চোলাই মদসহ সজল (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার কেয়াইন ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত কান্তা পীরিজের পুত্র। ২৮ জুলাই রোববার বিকাল আড়াই টার দিকে শেখরনগর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হাসান আক্তার সঙ্গীয় কর্মকর্তা ফোর্সের সহায়তায় উপজেলার মজিদপুর গ্রামের মাদক ব্যবসায়ী সজলের বসত বাড়ী থেকে তাকে আটক করা হয়। এ সময় মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
শেখরনগর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হাসান আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী সজলের বসত বাড়ীতে অভিযান চালিয়ে অনুমান এক’শ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয় এবং মত তৈরির সরঞ্জাম উদ্ধার করার হয়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা প্রক্রিয়াধীন।