দেবহাটার রুপসী ম্যানগ্রোভের সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে দেবহাটা সদর ইউনিয়নের ২ ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। দেবহাটা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য টাউনশ্রীপুর গ্রামের আবদুর রশিদ সরদারের ছেলে মাহবুবুর রহমান বাবলু ও ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজপুর গ্রামের মৃত বাহার আলী গাজীর ছেলে আজগার হোসেনের বিরুদ্ধে জিডিটি দায়ের করেছেন রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ম্যানেজার দীপঙ্কর ঘোষ। জিডিতে উল্লেখ করা হয়েছে, দেবহাটা উপজেলার ইছামতি নদীর চরে জেগে উঠা ১০৩ বিঘা জমির উপর রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র তৈরী করা হয়। রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের নিয়ন্ত্রনাধীন নদীর চরভরাটি সম্পত্তির উপর সরকারের বিনা অনুমতিতে দেবহাটা ইউনিয়নের উক্ ২ ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু ও আজগার আলী তারা উভয়ে এবং তাদের মনোনীত ব্যক্তি দ্বারা অবৈধভাবে চিংড়ি চাষ করে আসছিল। সম্প্রতিকালে ম্যানগ্রোভের মধ্যে অবৈধ দখলদারকে অপসারন করে সরকারী সম্পত্তি পুনরুদ্ধার করে সরকারী নিয়ন্ত্রনে আনা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সিএস ও বিএস রেকর্ডের নকশা অনুযায়ী রেজিষ্টার হালনাগাদ করার নির্দেশনা দিলে তারা রেজিষ্টার হালনাগাদ করে আরো প্রায় ২ শত বিঘা জমির তথ্য পান। ওই ২ ইউপি সদস্য ম্যানগ্রোভের জমির মধ্যে সরকারী খাস জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিভিন্ন ব্যক্তিকে ইজারা প্রদান করে বিপুল পরিমান সরকারী অর্ধ আত্মসাৎ করে আসছে। এর ধারাবহিকতায় ওই ইউপি সদস্যদ্বয় সরকারী সম্পত্তি উদ্ধারে বাধা প্রদান ও সরকারের ভোগদখলকৃত সম্পত্তি বেদখলের পায়তারায় লিপ্ত রয়েছে। তারা ইউপি সদস্যের বাইরে দালালি কাজে লিপ্ত। যেটা সরকারী কর্মচারী আচার বিধিমালার পরিপহ্নী ও শাস্তিযোগ্য অপরাধ। তারা বিভিন্ন সময়ে ম্যানগ্রোভের মধ্যে যেয়ে ম্যানেজারসহ কর্মচারীদের তাদের বাহিনীর মনিরুজ্জামান মনি ও রোকনুজ্জামানকে দিয়ে হুমকি প্রদার করে আসছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। রুপসী ম্য্যনগ্রোভের ম্যানেজার দীপঙ্কর ঘোষের আবেদনটি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন তার দপ্তরের স্মারক নং-০৫.৪৪.৮৭২৫.০০১.০৯.০০৫.১৫.১৯ ৮০৯ (যুক্ত) তে দেবহাটা থানার ওসিকে এজাহারটি সত্য এবং বিষয়টি নিয়মিত মামলা হিসেবে গন্য করার জন্য পত্র প্রেরন করেন। এ বিষয়ে দেবহাটা থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে। যার নং৮৯৭। ওসি বিপ্লব কুমার সাহা জানিয়েছেন, বিষয়টি থানায় জিডি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত পূর্বক যথাযথ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।