কয়রায় ইসলামিক রিলিফ বাংলাদেশ (আইআরবি) খুলনা জেলার কয়রা উপজেলায় কয়রা, উত্তর বেদকাশী ও মহেশ্বরীপুর ইউনিয়নে মাল্টি সেকটারাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম- কর্মসূচীর আওতায় মাঠ পর্যায়ে অভিযোজন পরিকল্পনা প্রনয়ন ও কমিউনিটি বেইজড ডিজিষ্টার প্রিপাডনেজ (সিবিডিপি) মডেল বিষয়ক” রিফ্রের্সাস প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল রবিবার সকাল ১০ টায় কয়রা উপজেলার রির্সোস সেন্টারে এ প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহজ¦ এস,এম শফিকুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের প্রধান সমস্যা এবং বাংলাদেশ অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ আর কয়রা উপজেলা দেশের সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত উপজেলা। বর্তমানে আপনারা লক্ষ্য করছেন বর্ষাকাল অথচ বর্ষা নেই, পানির অভাবে মানুষ ধান চাষের বীজতলা করতে পারছে না এটাই জলবায়ূ পরিবর্তন। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য ২০১৫ সালে প্রথম স্থানীয় পর্যায়ে অভিযোজন কর্ম পরিকল্পনা প্রনয়ন তৈরি করে।তার বাস্তবায়ন করার জন্য আজকের কর্মশালা। প্রশিক্ষনে সভাপতিত্ব করেন কয়রা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সভাপতি মোস্তফা নাজমুছ সাদাত সরদার। এতে বক্তব্য রাখেন ইউপি সচিব উত্তম কুমার বিশ্বাস ইসলামিক রিলিফের প্রকল্প কর্মকর্তা তাহসিন আজিজ, সহকারী প্রকল্প কর্মকর্তা খান মোহাম্মদ আবু মুছা, সোসাল মবিলাইজার রাজু আহম্মেদ, বাবু ভবাসিন্ধু মন্ডল প্রমুখ। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সদস্যরা প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।