চট্টগ্রামে দেশের জনপ্রিয় সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় ওই উপলক্ষে চট্টগ্রাম অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা ফুলেল শুভেচ্ছা জানান এ চ্যানেলটির চট্টগ্রাম বিভাগীয় প্রধান নয়ন বড়-য়া। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন,
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার মোহাম্মদ গোলাম ফারুক, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তী, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, স্থপতি আশিক ইমরান ও চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ায় চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানান।