গুজব নিয়ে বিভ্রান্ত হবেন না,অপরকে বিভ্রান্ত করবেন না এই স্লোগান নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছেলেধরা গুজব প্রতিরোধে র্যালি ও সচেতনতাসভা অনুষ্ঠিত হয়েছে। পদ্মাসেতুতে মানুষের মাথা ও রক্তের প্রয়োজন-এমন গুজব ছাড়ানোয় ছেলেধরা ও মাথাকাটা গুজব সংক্রান্ত সচেতনতা সপ্তাহ উপলক্ষে নাগেশ্বরী থানা প্রশাসনের উদ্যোগে পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী ও জনসাধারণের অংশগ্রহণে রোববার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজিলা প্রশাসনের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন এ.এস.পি (সার্কেল) লুৎফর রহমান, কর্মকর্তা ইনচার্জ মো. রওশন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য নাজমুল হুদা লাল, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আমিনুল হক খন্দকার বাচ্চু, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আবদুল মোতালেব, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, বণিক সমিতির সভাপতি নুরন্নবী দুলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফজলুল করিম সাজু প্রমুখ।