সম্প্রতি রংপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক মেয়াদী নির্বাচনে সভাপতি পদে ঢাকার ডাক পত্রিকার রংপুর প্রতিনিধি জনাব রশীদ বাবু ও সাধারণ সম্পাদক পদে মাছরাঙ্গা টেলিভিশনের রংপুর অফিস প্রধান জনাব রফিক সরকার ও কোষাধ্যক্ষ পদে দৈনিক জনকণ্ঠ পত্রিকার রংপুর প্রতিনিধি জনাব আবদুর রউফ সরকারসহ অন্যান্য পদে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ব্যক্তিগতভাবে এবং রংপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় রংপুর চেম্বার ঐতিহ্যবাহী রংপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রংপুর বিভাগের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সংবাদপত্রে তুলে ধরার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত অনুসন্ধানীমূলক সংবাদ পরিবেশন করে এ অঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার আহ্বান জানান। এ ছাড়া রংপুর চেম্বার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করার ক্ষেত্রে রংপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। পরিশেষে, রংপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।