রংপুরের হারাগাছ থানায় ৬০ পিস ইয়াবাসহ আনিছুর রহমান ভোলা নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ হারাগাছ থানা। শনিবার রাতে তার বসত বাড়ির ভিতর থেকে আনিছুর রহমান ওরফে ভোলাকে হাতে থাকা ৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশানার আলতাফ হোসেন জানান,দির্ঘদিন থেকে আনিছুর রহমান ভোলা ইয়াবা বিক্রি করে আসে। শনিবার রাতে তাকে হারাগাছ থানার পশ্চিম পোদ্দারপাড়া বাঘটারী তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সে হারাগাছ থানার পশ্চিম পোদ্দারপাড়া আবদুর রাজ্জাক আলীর ছেলে। এ বিষয়ে পশুরাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয় এবং তাকে গ্রেপ্তার দেখিয়ে রংপুর কারাগরে পাঠানো হয়েছে।