উত্তরের বিভাগীয় নগরী রংপুরে নানা আয়োজনে দেশের সংবাদ ভিত্তিক জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘নিউজটোয়েন্টিফোর’ এর চতুর্থ বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। রোববার (২৮ জুলাই) দুপুরে আরসিসিআই ভবনে সুধি সমাবেশ, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বক্তৃতায় গণমাধ্যম কর্মীদেরকে বেশি বেশি করে দেশের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা তুলে ধরার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য চৌধুরি খালেকুজ্জামান, রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগরের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, বিএনপির মহানগর সভাপতি মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, মহানগরের প্রচার সম্পাদক ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ, মিডিয়া ব্যক্তিত্ব ও সুজনের মহানগর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু।
সুধি সমাবেশে বক্তারা নিউজটোয়েন্টিফোর এর সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠানের প্রসংশা করে টেলিভিশনটির সমৃদ্ধি ও দর্শক জনপ্রিয়তা ধরে রাখতে মানসম্মত অনুষ্ঠান নির্মাণের ধারাবাহিকতা অব্যহত রাখার আহ্বান জানান।
পরে নিউজটোয়েন্টিফোর এর রংপুর স্টাফ রিপোর্টার রেজাউল করিম মানিকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা পর্ব। এতে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, এটিএন বাংলার রংপুর প্রতিনিধি মাহাবুবুল ইসলাম, এনটিভির রংপুর স্টাফ রিপোর্টার একেএম মঈনুল হক, চ্যানেল আই’র রংপুর স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী, দৈনিক নয়া দিগন্ত’র রংপুর অফিস ব্যুরো প্রধান ও সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারী সরকার মাজহারুল মান্নান, দৈনিক আখিরার নির্বাহী সম্পাদক নুরুন্নাহার মাসুদ সীমা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর সভাপতি কাজী জাহিদ হাসান লুসিড,আরটিভির রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদল, খোলা কাগজের রংপুর প্রতিনিধি সাইফুল ইসলাম, বাংলাদেশের খবর এর রংপুর স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম রফিক, বাংলার চোখ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মুনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম প্রমুখ।
সুধি সমাবেশ ও আলোচনা পর্ব শেষে অতিথিদের সরব অংশগ্রহণে বর্ষপূতির কেককাটা হয়। পরে স্থানীয় সংবাদকর্মীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজনটি উপভোগ করেন অতিথিরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ ও বার্তাটোয়েন্টিফোর.কমের স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান ফারুক।