দীর্ঘ প্রায় ১৩ বছর পর আজ রবিবার নীলফামারী জেলা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ বছর আগে মেয়াদ উত্তীর্ণ হওয়া এ কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং প্রধান বক্তা হিসেবে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। নীলফামারী পৌরসভা হলরুমে জেলা কমিটির সভাপতি দেওয়ান কামাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতা রমেশ চন্দ্র সেন। ২০০৬ সালের ১৬ই জুলাই জেলা কমিটি গঠনের পর এটাই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের প্রথম বর্ধিত সভা হলেও বিগত ১৩ বছরে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ৪টি। জেলা আওয়ামী লীগের প্রথম সারির একাধিক নেতা এটাকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা ও অভ্যন্তরীন কোন্দলের ফসল বলে মনে করছেন। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দলের অভ্যন্তরে জিয়ে থাকা বিরোধ ও কোন্দল ছাড়াও একে অপরের মুখ দেখা না দেখার সংস্কৃতি ও নতুন নেতৃত্ব সৃষ্টির সব পথ রুদ্ধ থাকায় সাংগঠনিক ভাবে স্থবির হয়ে পড়েছে নীলফামারী আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ে নেই নেতাকর্মীদের ভিড় বাট্টা। দু’একজন নবীন-প্রবীণ নেতাকর্মী সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আসলেও সিনিয়র নেতাদের দেখা মেলাভার। দলীয় কর্মসূচীতেও গা ছাড়া ভাব নেতা-কর্মীদের। সম্প্রতি দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে শ’দুয়েক নেতাকর্মীর উপস্থিতির ঘটনায় প্রকাশ্যে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে অনেক নেতাকর্মীকে। ওদিকে একই অবস্থা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটিগুলিরও। স্থানীয়দের বিশ্লেষকদের মতে, নীলফামারী আওয়ামী লীগের সাংগঠনিক দূর্বলতা যে কতটা প্রকট তা বিগত ৩০ ডিসেম্বরের সাধারণ নির্বাচনেই ফুটে ওঠে। নির্বাচনের দিন মাত্র ৩ ঘন্টায় দলীয় প্রার্থীর বিপক্ষে জামায়াত-শিবির ৮৮ হাজার ব্যালট বাক্সে পুরে। নীলফামারী আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের ঘুমন্ত বিরোধ আর তৃনমূলের পাহাড় প্রমাণ অভিযোগ কাঁধে নিয়েই অনুষ্ঠিত নীলফামারী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে মেয়াদ উত্তীর্ণ জেলা ও উপজেলাসহ সকল ইউনিটের সম্মেলন দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠানের উপর গুরুত্ব দেয়া হয়।