ঝিনাইদহ কালীগঞ্জে দেনার দায়ে জর্জরিত হয়ে স্বরজিৎ বিশ্বাস (৩৫) নামের এক মাছ ব্যবসায়ী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার ভোরে খালকুলা গ্রামের মাঠের মধ্যের একটি মেহগনি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে স্বরজিতের লাশ উদ্ধার করে। নিহত স্বরজিত উপজেলার বড় তালিয়ান গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে। পাওনাদার অনেকে তার বাড়িতে এসে টাকার জন্য চাপ দিত। প্রায় টাকার জন্য তার সাথে ঝগড়া হত।
স্থানীয় কোলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কাশেম জানান, রবিবার ভোরে স্বরজিৎ বিশ্বাস বাড়ি থেকে বের হয়ে পাশের খালকুলা মাঠের একটি মেহগনি গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। স্বরজিৎ বহুদিন ধরে এলাকার অনেকের নিকট দায়দেনার শিকার। ফলে দেনার দায়ে স্বরজিতের আত্মহত্যা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।