ডেঙ্গু মশার বিস্তার রোধে ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকায় মশক নিধনে ঔষন স্প্রে করা শুরু হয়েছে। রোববার সকালে কালীগঞ্জ পৌরসভা কর্র্তৃক মশক নিধন অভিযানের উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এদিন সকাল থেকে দুপুর পর্ষন্ত পৌরসভার কর্মকর্তরা পৌর পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে কয়েকটি টিম শহরের বিভিন্ন এলাকায় গিয়ে মশা নিধনে ওষুধ স্প্রে করেন।
পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, সরকার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে অভিযান শুরু করেছে। এরই অংশ হিসাবে অত্র পৌরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পৌরসভা মশক নিধনে মাঠে নেমেছেন। তাদের পৌরসভার কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে কয়েকটি টিম উপজেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সহ শহরের জনবসতি গুরুত্বপুর্ণ মোড়ে মোড়ে ওষুধ স্প্রে করছেন। তিনি আরো জানান, মশক নিধনের এ অভিযান কর্মসূচি অব্যাহত থাকবে। উল্লেখ্য রাজধানী ঢাকা সহ দেশের বড় বড় শহরে ডেঙ্গু রোগে আক্্রান্তের খবরে কালীগঞ্জ পৌরবাসীর মাঝেও বেশ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সর্বশেষ কালীগঞ্জ পৌরসভা কর্তৃক মশক নিধনে এ উদ্যোগ নেওয়ায় কিছুটা পৌরবাসীর মাঝে অনেকটা স্বস্থি ফিরে এসেছে।