নওগাঁর ধামইরহাটে ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৭নং ইসবপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান আবু ওয়াদুদ শ্যামা (৬৫) ইন্তেকাল করেছ্নে। (ইন্নালিল্লাহে---- রাজিউন) ইউনিয়ন আ.লীগ সম্পাদক মাহ ফুজুল আলম লাকি জানান, ২৭ জুলাই রাত অনুমান ১০ টার দিকে স্ট্রোক করলে তাকে জয়পুরহাট হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। ২৮ জুলাই বিকেল ৩ টায় সগুনাচড়া মাঠে ইউপি চেয়ারম্যান আবু ওয়াদুদ শ্যামারর জানাযায় জেলা প্রশাসক নওগাঁর প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. শাহনেওয়াজ, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, উপজেলা আ.লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, আবদুস সালামসহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ ও তার ভক্তনুরাগীসহ উপজেলার বিভিন্ন স্তরের জন সাধারণ অংশগ্রহণ করেন।