নীলফামারীর ডোমার উপজেলায় বনবিভাগের গাছ চুরির হিরিক পড়েছে। শনিবার দিনব্যাপি উপজেলার চিলাহাটির বিভিন্ন এলাকা হতে চুরি যাওয়া ৩৫টি লক উদ্ধার করেছে বন বিভাগ। চিলাহাটি মার্চেন্ট স্কুল হতে ভারত সীমান্ত পর্যন্ত প্রায় শতাধীক গাছ চুরি হয়েছে বলে এলাকাবাসী জানান।
জানা গেছে, চিলাহাটি হতে ভারতের হলদিবাড়ি সীমান্ত পর্যন্ত রেল লাইন পুনরায় চালুর কাজ শুরু হয়েছে। ওই রেল লাইনের উপর অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে কতৃপক্ষ। এ সুযোগে এলাকার কিছু প্রভাবশালী দুস্কৃতিকারী রাতের অন্ধকারে প্রায় ১০ লক্ষাধীক টাকা মূল্যের বনবিভাগের শতাধীক গাছ চুরি করে। শনিবার গাছ চুরির খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫টি লক উদ্ধার করে।
সদর বিট কর্মকর্তা আতাউর রহমান ও গোসাইগজ্ঞ বিট কর্মকর্তা আবদুল কাদের জানান, ১৯৯১ সলে রেলওয়ের পরিত্যাক্ত জায়গায় বনবিভাগ হাজারখানেক শিশু গাছ রোপন করে। এখনে প্রায় শতাধীক গাছ বড় হয়েছে। রাতের অন্ধকারে কিছু দুস্কৃতিকারী গাছগুলো চুরি করে। চুরির খবরে শনিবার দিনব্যাপি আমরা অভিযান চালিয়ে ৩৫টি লক উদ্ধার করেছি। বাকি গাছগুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা বনবিভাগ কর্মকর্তা মাহাবুবার রহমান গাছ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা এখন পর্যন্ত আট হতে ১০ জন গাছ চোরের সন্ধান পেয়েছি। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।