যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি মনিরুজ্জামান ওরফে মনিসহ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রোববার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।
থানার কর্মকর্তা ইনচার্জ মো. শাহিন জানান, শানবার রাতে পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার দোরমুঠিয়া গ্রামের জামাল উদ্দিন গাজীর ছেলে একাধিক মাদক মামলার আসামি মনিরুজ্জামান ওরফে মনি কে ১০০ গ্রাম গাঁজা, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে চুরি মামলার আসামি সাইদুর রহমান, হাবাসপোল গ্রামের সোহরাব গাজীর ছেলে ইব্রাহীম গাজী এবং যশোর আদালত কর্তৃক বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি হাসানপুর গ্রামের রজব আলী মাস্টারের ছেলে হাবিবুর রহমান, কাকিলাখালী গ্রামের বজলুর রহমানের ছেলে মফিজুর রহমান ও মনোহরনগর গ্রামের বজলুর রহমান খাঁ স্ত্রী আলেয়া বেগমকে গ্রেফতার করা হয়। মাদক স¤্রাট মনিরুজ্জামান ওরফে মনির বিরুদ্ধে কেশবপুর থানাসহ পার্শ্ববর্তী থানা এলাকায় প্রায় ১২ টি মাদক মামলা রয়েছে। রোববার সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পুলিশ স্কটের মাধ্যমে পাঠানো হয়েছে।