পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও আর কয়েকদিন পরেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নাড়ির টানে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে আসবেন লাখো মানুষ। তাই চলমান ডেঙ্গু পরিস্থিতিতে কোরবানীর ঈদকে ঘিরে বরিশাল বিভাগের সর্বত্র ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। যেকারণে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য মহাপরিচালক।
জ¦রের রোগীদের নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ার ব্যাপারে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ নিরুৎসাহিত করে বলেন, ডেঙ্গুবাহী এডিস মশার কামড় খেয়ে জ¦র নিয়ে কেউ গ্রামে গেলে এবং ওই আক্রান্ত ব্যক্তিকে গ্রামের মশা কামড়ালে সেই মশার মধ্যে ডেঙ্গু সংক্রমিত হয়ে অন্যরাও ডেঙ্গু জ¦রে আক্রান্ত হবে। সে কারণে জ¦র নিয়ে গ্রামে ঈদ করতে যাওয়া মানে অন্যকাউকে বিপদে ফেলা। তিনি আরও বলেন, শুধু তাই নয়; ডেঙ্গু আক্রান্ত রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। অনেক গ্রাম্য এলাকায় প্রশিক্ষিত চিকিৎসক নেই। সেক্ষেত্রে সুচিকিৎসার অভাবে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেয়া যায়না।
অপরদিকে বরিশাল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সর্বত্র ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এখন পর্যন্ত বরিশাল শেবাচিম হাসপাতালে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৪জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেও রবিবার পর্যন্ত হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া গৌরনদী উপজেলা হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সূত্রে আরও জানা গেছে, অধিকাংশ রোগী ঢাকা থেকে জ¦র নিয়ে বাড়িতে গিয়ে ডেঙ্গু ধরা পরেছে। এ কারণে আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে বরিশালবাসীর মধ্যে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। ফলে ঢাকাসহ অন্যান্য জেলায় বসবাসরতদের যাদের জ¦র রয়েছে তাদেরকে গ্রামে ঈদ করতে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য মহাপরিচালক।
ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর চিকিৎসায় হাসপাতালে সবধরনের ব্যবস্থা রয়েছে জানিয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জনকণ্ঠকে বলেন, ঢাকা কেন্দ্রীক যাতায়াতের কারণে বরিশালেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগের প্রাথমিক উপসর্গ দেখামাত্র তিনি চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, গত জুন মাসে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে ঢাকায় গিয়ে কোচিং শেষ না করেই জ¦র নিয়ে বরিশাল ফিরে আসেন নগরীর ঝাউতলা এলাকার বাসিন্দা রিফাতুল ইসলাম। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর উপস্থিতি পাওয়ায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চলতি মাসের ১৬ জুলাই থেকে পর্যায়ক্রমে ২৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ২৬ জন রোগী শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের বেশীরভাগই ঢাকা থেকে জ¦র নিয়ে বাড়ি ফিরে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শেবাচিমের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন জনকণ্ঠকে আরও বলেন, বরিশালে আগে এডিস মশার উপস্থিতি না থাকলেও ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীরা বরিশালে ফিরে আসায় ওই আক্রান্ত ব্যক্তিকে গ্রামের মশা কামড়িয়ে সেই মশার মধ্যে ডেঙ্গু সংক্রমিত হয়ে অন্যরাও ডেঙ্গু জ¦রে আক্রান্ত হচ্ছেন।
ছয় পৌরসভায় নেই কোন কার্যক্রম ॥ গত ২৫ জুলাই থেকে আগামি ৩১ জুলাই পর্যন্ত সারাদেশের সাথে বরিশাল সিটি কর্পোরেশনসহ উপজেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন এবং মশা বাহিত রোগ প্রতিরোধ কল্পে “মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ” কর্মসূচি পালন করা হলেও জেলার ছয়টি পৌরসভায় নেই কোন কার্যক্রম। এক দফার দাবিতে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা গত ১৫দিন থেকে কর্মবিরতীর মাধ্যমে ঢাকায় অবস্থান করায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের কোন কর্মসূচি পালন করা হয়নি। জেলার প্রায় প্রতিটি পৌরসভায় নেই কোন পরিকল্পিত ড্রেনেজ কিংবা ময়লা ফেলার ব্যবস্থা। তাই সামান্য বৃষ্টিতেই বিভিন্নস্থানে পানি জমে নোংরা পরিবেশের সৃষ্টি হচ্ছে গোটা পৌর সদরসহ প্রতিটি ওয়ার্ডগুলোতে। মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহেও নোংরা পরিবেশ থেকেও রক্ষা পায়নি পৌরবাসী। ফলে সচেতন পৌরবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়া মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের শুধুমাত্র উদ্বোধনী দিনে (২৫ জুলাই) অধিকাংশ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরে লোক দেখানোভাবে পরিচ্ছন্নতার ফটো শেসন করা হলেও জেলার দশটি উপজেলার কোথাও মশক নিধনের স্প্রে করার খবর পাওয়া যায়নি। তবে বরিশাল সিটি কর্পোরেশনের চৌকস মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে প্রতিদিনই ৩০টি ওয়ার্ডে মশক নিধনের জন্য স্প্রে করা হচ্ছে।
বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, মশক নিধনের জন্য মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছেন। যার অংশ হিসেবে নিয়মিত মশক নিধনের ওষুধ সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি নগরীর জনসাধারণকে ডেঙ্গুর বিষয়ে সচেতন করার পাশাপাশি নগর পরিস্কার রাখার কাজও চলমান রয়েছে। একইসাথে নগরীর ৩০টি ওয়ার্ডে ১৫জন কর্মী প্রতিনিয়ত মশক নিধনে হ্যান্ড স্প্রে দিয়ে যাচ্ছে। পাশাপাশি চার সদস্যর একটি আলাদা টিম সরকারী অফিস, বস্তি এলাকা, ধর্মীয় প্রতিষ্ঠানে মশক নিধনের ওষুধ দিয়ে যাচ্ছেন। এছাড়াও প্রতিদিন বিকেলে ফগার মেশিনের মাধ্যমে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে মশক নিধনের ওষুধ দিয়ে যাচ্ছে। এ ছাড়া নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখাসহ নগরীকে সার্বিক পরিচ্ছন্ন রাখতে প্রায় সাড়ে চারশ’ পরিচ্ছন্নতা কর্মী প্রতিটি ওয়ার্ডে কাজ করে যাচ্ছেন।