‘গুজব নিয়ে বিভ্রান্ত হবেন না, অপরকে বিভ্রান্ত করবেন না’ -এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে ছেলেধরা ও মাথা কাঁটা গুজব সংক্রান্ত সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮জুলাই রোববার সকালে রাজারহাট থানা পুলিশ প্রশাসন ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে ছেলেধরা ও মাথা কাঁটা গুজব সংক্রান্ত সচেতনতা সপ্তাহ ২৫-৩১ জুলাই উপলক্ষে রাজারহাট থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সোনালী ব্যাংক চত্বরসহ কয়েকটি মোড়ে আলোচনা সভা হয়। এতে রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মেজর (অবঃ) মোঃ ইউনুছ আলী, থানার ওসি তদন্ত মোঃ নজরুল ইসলাম, এসআই মমিন, এসআই মামুন ও এসআই লোকমান প্রমুখ। র্যালীতে পুলিশ, গ্রাম পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। র্যালী চলাকালীন সময়ে থানার পুলিশ জনসাধারনের মাঝে লিফলেট বিতরণ করেন।