শেরপুর জেলা হাসপাতালে রবিবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আরও ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে জেলা হাসপাতালে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। নতুন শনাক্ত হওয়া দুই ডেঙ্গু রোগী হলেন জেলা শহরের কসবা কাচারিপাড়া এলাকার মজনু মিয়া এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার মো. জালাল উদ্দিন। ঢাকা থেকে জ¦রে আক্রান্ত হয়ে তারা শেরপুর আসার পর রবিবার দুপুরে জেলা হাসপাতালে ভর্তি হন। এদিকে শনিবার রাতে ডেঙ্গু জ¦রে আক্রান্ত আরও তিন রোগী জেলা হাসপাতালে ভর্তি হন। এরা হলেন জেলার নকলা উপজেলার বুর্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে মজনু ,শেরপুর সদর উপজেলার বাঘের চর গ্রামের বসর উদ্দিনের ছেলে আনোয়ার ও জেলা শহরের সচিনের ছেলে রাজন।।
জেলা হাসপতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবির সুমন জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য মশারি সহ আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। আমরা এ বিষয়ে শতর্ক রয়েছি।